শর্তাবলী ও নীতিমালা – Komepai
“Komepai বা Komepai.com” একটি আধুনিক সেমি-অটোমেটেড ড্রপশিপিং প্ল্যাটফর্ম আমাদের পণ্য, বা সেবা ব্যবহারের আগে দয়া করে এই শর্তাবলী ও নীতিমালা পড়ে নিন। আমাদের সেবা ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের শর্তাবলী ও নীতিমালার সঙ্গে একমত হয়েছেন বলে ধরে নেওয়া হবে। যদি আপনি আমাদের শর্তাবলী ও নীতিমালা মেনে নিতে রাজি না থাকেন, তাহলে আমাদের সেবা ব্যবহার করা থেকে বিরত থাকুন। এটি Komepai এবং আপনার মধ্যে একটি চুক্তি বা সমঝোতা, যেখানে আমরা হচ্ছি ভেন্ডর, আর আপনি হচ্ছেন ড্রপশিপার, রিসেলার, অথবা সেবা গ্রহণকারী অংশীদার।
ড্রপশিপিং একটি আধুনিক ই-কমার্স ব্যবসার মডেল, যা উন্নত বিশ্বে দীর্ঘদিন ধরে জনপ্রিয়। ড্রপশিপিংয়ের মাধ্যমে আপনি কোনো পণ্য নিজের স্টকে না রেখে সরাসরি উৎপাদনকারী বা ভেন্ডরের কাছ থেকে আপনার কাস্টমারের কাছে পণ্য ডেলিভারি করে মুনাফা অর্জন করতে পারেন। এই প্রক্রিয়ায় ড্রপশিপারকে পণ্যের জন্য কোনো প্রাথমিক বিনিয়োগ করতে হয় না। ড্রপশিপার কেবল পণ্যের ছবি, ভিডিও, এবং অন্যান্য মার্কেটিং কনটেন্ট ব্যবহার করে অনলাইনে বা অফলাইনে প্রচারণা চালায়, অর্ডার সংগ্রহ করে তা ভেন্ডরের কাছে ফরওয়ার্ড করে। ভেন্ডর এরপর ড্রপশিপারের নামে পণ্য সরাসরি কাস্টমারের কাছে পাঠিয়ে দেয়।
এক্ষেত্রে আমরা, Komepai, আপনার ভেন্ডর হিসেবে কাজ করব এবং আপনি হবেন আমাদের ড্রপশিপার।
১। ড্রপশিপার হিসেবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনঃ
ড্রপশিপিং প্রক্রিয়াটি আরও সহজ এবং সুরক্ষিত করতে, সাধারণ ক্রেতা এবং ড্রপশিপিং পার্টনারদের মধ্যে সেগমেন্টেশন নিশ্চিত করা হয়েছে। এর ফলে সাধারণ ব্যবহারকারীরা ড্রপশিপিং মূল্য দেখতে পারবেন না, এবং আপনি নিজের মতো করে প্রোডাক্ট মার্কেটিং করে লাভ করতে পারবেন।
সকল ড্রপশিপারদের জন্য নামমাত্র একটি রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে, যা মাত্র ১,০০০ টাকা (অফেরতযোগ্য)। এই রেজিস্ট্রেশন ফি-র বিনিময়ে প্রতিটি রেজিস্টার্ড ড্রপশিপার পাচ্ছেন লাইফটাইম সাবস্ক্রিপশন, যা আনলিমিটেড প্যাকেজিং ও লজিস্টিকস সেবার অন্তর্ভুক্ত।
আপনার প্রদত্ত তথ্য যাচাইয়ের পর ৭২ ঘণ্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট অনুমোদন করা হবে। অনুমোদন পাওয়ার আগে আপনি ওয়েবসাইটে কোনো প্রোডাক্টের মূল্য দেখতে বা অর্ডার সাবমিট করতে পারবেন না।
নতুন রেজিস্ট্রেশন করতে এই লিংকে ভিজিট করুন: [লিংক যোগ করুন]
২। অর্ডার করার প্রক্রিয়া:
আপনার অ্যাকাউন্ট অনুমোদিত হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আপনার ড্যাশবোর্ড থেকে কাস্টমারদের তথ্য সংযুক্ত করতে পারবেন। প্রতিটি কাস্টমারের তথ্য একবারই সংযুক্ত করতে হবে, এবং একবার যুক্ত হওয়ার পর সেই কাস্টমারের জন্য যত খুশি অর্ডার করা যাবে, যা হবে দ্রুত এবং সহজ।
কাস্টমারের তথ্য সেভ করার পর “Shop As Customer” বাটনে ক্লিক করুন। এরপর আপনার অর্ডার করতে চাওয়া পণ্যগুলোর পেজে গিয়ে প্রয়োজনীয় তথ্য চেক করে “অর্ডার লিস্টে যোগ করুন” বাটনে ক্লিক করুন এবং চেকআউট প্রক্রিয়া সম্পন্ন করুন।
৩। পেমেন্ট প্রক্রিয়া:
ড্রপশিপিং ব্যবসা দেশের বাইরে অত্যন্ত জনপ্রিয়, এর একটি প্রধান কারণ হলো অধিকাংশ অর্ডার প্রি-পেইড মডেলে সম্পন্ন হয়। তবে, আমাদের দেশে প্রি-পেমেন্টের পাশাপাশি COD (Cash on Delivery) পদ্ধতি বেশি জনপ্রিয়। এই বিষয়টি বিবেচনায় রেখে আমরা ক্যাশ অন ডেলিভারি-তে অর্ডার নিশ্চিত করার সুযোগ প্রদান করছি।
যদি কোনো কারণে কাস্টমার পণ্য গ্রহণ না করেন এবং সেটি রিটার্ন হয়ে আসে, তবে প্রতিটি রিটার্ন পার্সেলের জন্য ডেলিভারি চার্জের সমপরিমাণ টাকা ড্রপশিপারের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। তবে, যদি প্রোডাক্ট ভুল বা ত্রুটিপূর্ণ হয়, সেক্ষেত্রে কোনো রিটার্ন চার্জ প্রযোজ্য হবে না। আমরা নিজেরাই সেই রিটার্নের খরচ বহন করব।
৪। ডেলিভারি প্রক্রিয়া এবং ডেলিভারি চার্জঃ
ঢাকার ভিতরে এবং বাইরে প্রতিটি পার্সেল আমাদের ওয়েবসাইটে সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে (সাধারণত দুপুর 12 টার আগে সাবমিট করা প্রতিটি পার্সেল প্রতিদিন কুরিয়ারে হ্যান্ডওভার করা হয়) কুরিয়ারে হ্যান্ড ওভার করা হয়।ড্রপ-শিপিং এর ডেলিভারি চার্জের ক্ষেত্রে ২ টি স্লট রয়েছে (এর বাইরে অন্য কোন চার্জ যেমন- COD পেমেন্ট কালেকশন ফি, প্রসেসিং ফি, প্যাকেজিং ফী বা অন্য কোন হিডেন ফি নেই। তবে পার্সেল রিটার্ন আসলে প্রতি পার্সেলের জন্য ডেলিভারি চার্জ কাটা হবে এটা, ঢাকা বা ঢাকার বাইরের সকল এরিয়ার জন্য প্রযোজ্য হবে)-
- ঢাকা সিটি কর্পোরেশন এর ভিতরে (৭০ টাকা)
- সারা বাংলাদেশ (১৩০ টাকা )
৫। প্রফিট এবং প্রফিট এর টাকা উত্তোলনঃ
কাস্টমারের জন্য অর্ডার করার পর আপনার ড্যাশবোর্ড থেকে প্রতি অর্ডারে প্রফিটের এমাউন্ট এবং স্ট্যাটাস সেটিও দেখতে পারবেন। এক্ষেত্রে মনে রাখবেন- অর্ডার প্লেস করলেই প্রফিটের টাকা আপনার একাউন্টে উত্তোলনের জন্য রেডি হবেনা। প্রোডাক্ট ডেলিভারি হবার পরে এবং কুরিয়ার থেকে সেই অর্ডারের বিপরীতে পেমেন্ট আমাদের ব্যাংক একাউন্টে ট্রান্সফার হবার পরে আপনার একাউন্টে দেখাবে। এক্ষেত্রে অর্ডার প্লেস করার দিন থেকে টাকা উত্তোলনের জন্য রেডি হতে সাধারণত 2 থেকে 3 কর্ম দিবস লাগতে পারে।
প্রোডাক্ট ডেলিভারি হবার পরে আপনার একাউণ্টে প্রফিটের টাকা উত্তোলনের জন্য রেডি হবে আপনার পছন্দমতো সময়ে ব্যাংক,বিকাশ,নগদ এ আপনার টাকা টি উত্তলোন করে নিতে পারবেন মিনিমাম পে-আউট এমাউন্ট ৫০০ টাকা । টাকা উত্তোলন করতে হলে আপনার একাউণ্টে নুন্নতম উত্তোলন যোগ্য টাকা থাকতে হবে। পতি ট্রাঞ্জাকশন এ ২০ টাকা করে পেমেন্ট পস্যাসিং ফী কাটা হবে .